<
blog-img

ডাটা সায়েন্স ও এআই নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

2 weeks ago

ডাটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অ্যাপ্লিকেশনের বাস্তব প্রয়োগ নিয়ে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক সিটির ইএটিএল ইনোভেশন হাবে গতকাল শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডাটা সায়েন্স, এআই অ্যান্ড অ্যাপ্লিকেশনস ২০২৫’।

 

সম্মেলনের মূল লক্ষ্য ডাটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনী ব্যবহারকে উৎসাহিত করা এবং এ প্রযুক্তিগুলোর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও নীতিনির্ধারণে ভবিষ্যতের দিকনির্দেশনা তৈরি করা। সম্মেলনে অংশ নিয়েছেন দেশ-বিদেশের খ্যাতিমান গবেষক, একাডেমিশিয়ান, নীতিনির্ধারক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।

 

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবু ইউসুফ।

উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন ইএটিএল ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এমএ মুবিন খান ও সভাপতিত্ব করেন ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান ও প্রাক্তন মুখ্য সচিব ড. মো. আবদুল করিম।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশের প্রথম বেসরকারি ইনোভেশন সেন্টার ইএটিএল ইনোভেশন হাব ও যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক বিশ্ববিদ্যালয় স্যালফোর্ড ইউনিভার্সিটি। এবারের সম্মেলনের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটিতে বিশ্বের বিভিন্ন দেশের ২১৮টি পূর্ণ গবেষণাপত্র জমা পড়েছে। কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন স্যালফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর মো. সারায়ি।

সম্মেলনের প্রথম দিনে ইউনিভার্সিটি অব টেক্সাস, ডালাসের বিগ ডাটা অ্যানালিটিকস অ্যান্ড ম্যানেজমেন্ট ল্যাবের পরিচালক ড. লতিফুর খান (আইইইই ফেলো) কি-নোট বক্তব্য প্রদান করেন। আজ দ্বিতীয় দিনে ভারতীয় খ্যাতনামা গবেষক প্রফেসর সুস্মিতা মিত্র, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ও মেশিন ইন্টেলিজেন্স নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিচালক ন্যান্সি কুক। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, যুক্তরাজ্যের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয় প্রফেসর মো. সারায়ি ও ইএটিএল ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এমএ মুবিন খান।

ড. শিবকুমার পালাইয়ানাকোটে একটি ওয়ার্কশপ পরিচালনা করছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক প্রবণতা নিয়ে। আরেকটি ওয়ার্কশপ হবে স্বাস্থ্য খাতে এআইয়ের ব্যবহার নিয়ে, যেখানে অংশ নিচ্ছেন দেশের প্রথিতযশা চিকিৎসক ও নীতিনির্ধারকরা।

দুইদিনের অনুষ্ঠানে ওয়ার্কশপ, প্যানেল আলোচনা, পোস্টার প্রদর্শনী ও চারটি ভিন্ন ভিন্ন ট্র্যাকে ১৬টি গবেষণাপত্র উপস্থাপনা করা হবে। ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএ মুবিন খান বলেন, ‘এই কনফারেন্স প্রযুক্তি ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা গর্বিত যে এমন একটি আন্তর্জাতিক আয়োজন আমাদের দেশে অনুষ্ঠিত হচ্ছে।’

img
main-image
image