ডেটা সায়েন্স ও এআই সম্মেলন
গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক সিটির ইএটিএল ইনোভেশন হাবে অনুষ্ঠিত হলো ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেটা সায়েন্স, এআই অ্যান্ড অ্যাপ্লিকেশনস ২০২৫’। শুক্রবার শুরু হওয়া দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে উদ্ভাবনী প্রযুক্তি, গবেষণা ও বাস্তব প্রয়োগ নিয়ে ভাবনাগুলো কেন্দ্রীভূত ছিল ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং এর অ্যাপ্লিকেশনের ওপর। সম্মেলনের লক্ষ্য ছিল প্রযুক্তির সৃজনশীল ব্যবহারকে উৎসাহ দেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও নীতিনির্ধারণে এর বাস্তব দিকনির্দেশনা খুঁজে বের করা। এতে অংশ নেন দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী এবং ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আবু ইউসুফ। সভাপতিত্ব করেন ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান ড. আবদুল করিম। ইভেন্টটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশের ইএটিএল ইনোভেশন হাব ও যুক্তরাজ্যের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ২১৮টি পূর্ণ গবেষণাপত্র জমা পড়ে। টেকনিক্যাল কমিটির নেতৃত্বে ছিলেন প্রফেসর মো. সারায়ি।
প্রথম দিনের কী-নোট বক্তব্য রাখেন আইইইই ফেলো ড. লতিফুর খান। দ্বিতীয় দিনে মেশিন ইন্টেলিজেন্স নিয়ে কথা বলেন ভারতের প্রখ্যাত গবেষক প্রফেসর সুশ্মিতা মিত্র। এআই-এর সাম্প্রতিক প্রবণতা ও স্বাস্থ্যখাতে ব্যবহারের ওপর ছিল বিশেষ ওয়ার্কশপ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। ইএটিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মুবিন খান বলেন, ‘এ ধরনের আয়োজন প্রযুক্তি-গবেষণায় নতুন দ্বার খুলে দেবে।’